মোহাম্মদ হাবীব উল্যাহ্:
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১ জনের মনোনয়নপত্র বাতিল ও ৩ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এর মধ্যে ৬নং ওয়ার্ডের কশিনার প্রার্থী নূরে আলম ভুইয়া সেলিমের মনোনয়নপত্র বাতিল এবং সহ-সাধারণ সম্পাদক প্রার্থী এমরান হোসেন মুন্সী, বানিজ্য সম্পাদক প্রার্থী আব্দুল মজিদ ও ৩নং ওয়ার্ডে কমিশনার প্রার্থী জসিম খাঁনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।
মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকৃত ৭০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই শুরু করে নির্বাচন কমিশন। প্রার্থীদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই চলে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় মনোনয়নপত্রে উল্লেখিত তথ্যে ত্রুটি থাকার কারণে ৪ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ও ৩ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। তারা আপিলের সুযোগ পাবেন।
এ দিকে নির্বাচন কমিশনে বেশ কয়েকজন প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ নিষ্পত্তিতে মঙ্গলবার বিকালে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এতে নির্বাচনের সদস্য সচিব মনিরুজ্জামান বাবলুকে আহবায়ক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল হোসাইন চৌধুরীকে সদস্য করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক বলেন, প্রার্থীদের দায়েরকৃত অভিযোগ নিষ্পতিতে গঠিত ৩ সদস্য কমিটি আগামি ১৭, ১৮ ও ১৯ মে তদন্ত করবে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশনার বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।