মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ বরিশালের ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর এলাকার সাইনবোর্ডের সামনে থেকে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা জব্দসহ তাদেরকে হাতে-নাতে আটক করা হয়।
আটককৃতরা হলো, বরিশাল জেলার সদর উপজেলার কোতয়ালী থানার নবগ্রাম দারোগা বাড়ী বিএম স্কুল রোডস্থ এলাকার আবদুস সাত্তারের ছেলে শেখ সাদি (২৮)। সে এলাকায় জাহিদ নামে পরিচিত এবং অপর মাদক কারবারি একই জেলার মুলাদী থানার পূর্ব তেরচর পাঠান বাড়ির মো. লিটন পাঠানের ছেলে মো. ইলিয়াছ (২৪)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় পৌরসভাধীন এনায়েতপুর এলাকার সাইনবোর্ডের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন, উপ-পরিদর্শক (এসআই) সুফন চন্দ্র সিংহসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় দুইটি ব্যাগ থেকে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা জব্দসহ মাদক কারবারি শেখ সাদি জাহিদ ও মো. ইলিয়াছকে হাতে-নাতে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃতদের আগামিকাল (আজ শুক্রবার) আদালতে সোপর্দ করা হবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। এ সময় তিনি তথ্যদাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।
Post Views: ২৯