মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কামরুল হাসান। সোমবার (২২ মে) বিকালে তিনি কলেজ পরিদর্শনে আসলে অধ্যক্ষ মো. আজহারুল কবির ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান।
এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষক হিসেবে আপনার কঠিন কাজটি করছেন। তরুণ প্রজন্মকে শিক্ষা প্রদান করছেন। শিক্ষাটা এমনভাবে প্রদান করবেন। যেন মফস্বলের একজন শিক্ষার্থী মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। এখন প্রশ্ন করতে পারেন, আমাদের মফস্বলের কলেজ। কিভাবে সম্ভব!
তিনি বলেন, ভালো করে পড়ালে সবই সম্ভব। এতে শিক্ষার্থীরা আপনাদের কথা মনে রাখবে। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নিগার সুলতানাসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।