সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধুর
স্বপ্ন- আদর্শ ও দেশ প্রেম লালন করে আমাদেরকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে
উঠতে হবে। বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির শ্রষ্টা, বাংলাদেশের শ্রষ্টা। তিনি দেশের মাটি
ও মানুষের সাথে মিশে আছেন। একটি অপশক্তি বাংলাদেশের স্বাধীনতাকে মেনে
নিতে পারেনি তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। জাতীয় শোক দিবসে
শোককে শক্তিতে রূপান্তরিত করে সমৃৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে। তিনি গতকাল
সোমবার সকালে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
কর্ণার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে প্রধান
অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও
শিক্ষক নুুরুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ
আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী
লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভ্ধূসঢ়;ইয়া, প্রভাষক নাঈম পাটওয়ারী, ইউপি
চেয়ারম্যান নূরে আলম রিফাত, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,
উপজেলা মহিলা লীগের যুগ্ম আহবায়ক কাজল রেখা, উপজেলা ছাত্রলীগের সাবেক
সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও ইব্রাহীম খলিল বাদল। একইদিন ড. মহীউদ্দীন
খান আলমগীর এমপি উক্ত স্কুল এন্ড কলেজে আইসিটি ল্যাব, বৃক্ষরোপন কর্মসূচির
উদ্বোধন করেন। তাছাড়াও আলোচনা ও অভিভাবক সমাবেশে বার্ষিক ক্রীড়া ও
সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুুরষ্কার
বিতরণ করেন।