হাজীগঞ্জে আবারো ইয়াবা ট্যাবলেটসহ ২২মাদক মামলার আসামি জাকির হোসেন গান্ধি (৩৮) কে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায়) গান্ধিকে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মুন্সী গাজী বাড়ি থেকে তাকে ইয়াবাসহ আটক করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরী। তিনি ওই বাড়ির মৃত লাল মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চিহিৃত ২২টি মাদক মামলার আসামি জাকির হোসেন গান্ধীর বাড়িতে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় তাকে তল্লাশী করে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃত জাকির হোসেন এলাকায় গান্ধী নামে পরিচিত। তার নামে এ পর্যন্ত ২২ টি মামলা মাদক মামলা রয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে, আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।