মতলব উত্তরে দ্রুতগতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে আশিক মিয়াজী (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে মো. নেছার (১৬) নামের অপর এক যুবক।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মেঘনা-ধনাগোদা সড়কের চরমাছুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মতলব দক্ষিণ উপজেলার পাইলপাড়ার জাহাঙ্গীর হোসেন মিয়াজীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর আশিকসহ দুই আরোহী একই মোটরসাইকেলে মতলব দক্ষিণ থেকে মতলব উত্তওে আসার পথে চরমাছুয়া নামক স্থানে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ওই সময়ে মটরসাইকেলে থাকা দুজনেই রাস্তার সেফটি গার্ড পোস্টের সাথে লেগে মারাত্মকভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আমিখ মিয়াজীকে মৃত ঘোষণা করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, চরমাছুয়া নামক এলাকায় হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় দুই মোটরসাইকেলের যাত্রী। এর মধ্যে ১জন নিহত হন।