হাজীগঞ্জে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
মঙ্গলবার ১০ অক্টোবর দুপুরে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রমের নাম ফলক উন্মোচন করেন।
এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজিরসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও হাজীগঞ্জ পৌরসভার পক্ষে
মেয়র আ.স.ম মাহাবুব-উল আলম লিপনের নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে।
ওইসময় অফিসার্স ক্লাব হাজীগঞ্জ আধুনিকায়ন কাজের উদ্বোধন,হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের মরহুম কাজী বজলুল হক গ্রন্থাগার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
পরিশেষ হাজীগঞ্জে নবনির্মিত জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেন তিনি।
ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, উপজেলা ভূমি কর্মকর্তা মেহেদী হাসান মানিক, অফিসার ইনচার্জ আবদুর রশিদ প্রমুখ।