মতলব উত্তরে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল ১৫ অক্টোবর রবিবার ১১ টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ষাটনল লঞ্চ ঘাট সংলগ্ন
তানিশা ষ্টোর এর সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো. মাসুদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা
৫ কেজি নিষিদ্ধ ঘোষিত গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মতলব দক্ষিণ উপজেলার হরিদাস পাড়া গ্রামের মৃত নুরুল
ইসলামের ছেলে মো. মাসুদ মোল্লা (৪২)।
আটক মাদক ব্যবসায়ী মাসুদ মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেল
হাজতে প্রেরন করা হয়েছে। আটককৃত ৫ কেজি গাঁজার মূল্য প্রায় ১ লাখ টাকা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, আমরা মতলব উত্তরকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে
তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।