রিয়াজ শাওন:
হাজীগঞ্জে র্যানকন অটোস লিমিটেডের উদ্যোগে ৪ দিনব্যাপী মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ টায় হাজীগঞ্জ পৌরসভার মিঠানিয়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত তাকিয়া মটরস সার্ভিসের ওয়ার্কশপে র্যানকন আটোস লিমিটেডের উদ্যোগে আয়োজিত মাহেন্দ্র গাড়ি মেগা সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাহিন্দ্রার বাংলাদেশের সার্ভিস ম্যানেজার মোহাম্মদ শাহাদাত, বিক্রয় বিভাগের ম্যানেজার আরেফিন ইসলাম, র্যানকন
অটোস লিমিটেডের সার্ভিস প্রধান মোহাম্মদ ইরফান ইবনে নেওয়াজ, জোনাল সেলস ম্যানেজার বিল্লাল হোসেন, এবং তাকিয়া মটরস সার্ভিসের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম।
আয়োজকরা জানান, আগামী চারদিন ধরে চলবে এই সার্ভিস ক্যাম্পেইন। এই সার্ভিস ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য বিশেষ অফার দেওয়া হয়েছে। অফার গুলো হলো গাড়ি ফ্রি চেকআপ। সার্ভিস চার্জের উপর ২০% ডিসকাউন্ট। স্পেয়ার পার্টসের উপর ৫% ডিসকাউন্ট এবং গ্রাহকদের ট্রেনিং ও পরামর্শের ব্যবস্থা করা হয়েছে।
হাজীগঞ্জের এই তাকিয়া মটরস সাভিস সেন্টারে মাহিন্দ্রা গাড়ির যে কোন জেনুইন পার্টস পাওয়া যাবে।