চাঁদপুরের ফরিদগঞ্জে দেশের শীর্ষ স্হানীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আ”মীলীগের সহ-সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘আঁধার পেরিয়ে স্লোগানকে লালন করে এক বছর আগে নবযাত্রা শুরু করেছিল কালবেলা। বিগত ১ বছরে পত্রিকাটি সব পাঠকের চাহিদা পূরণ করে অব্যাহত প্রকাশনায় নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। এই সময়ে পত্রিকাটি ব্যাপক পাঠক প্রিয়তাও অর্জন করেছে। সম্পাদকীয় নীতিমালায় পত্রিকাটি নিরপেক্ষতার স্বাক্ষর রেখেছে। অল্প সময়ে সবমহলে সমাদৃত হয়েছে। আগামীতেও একইভাবে প্রকাশনায় এগিয়ে চলবে কালবেলা। কাল বেলা পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও দৈনিক কাল বেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক কাল বেলা জেলা প্রতিনিধি অমরেশ সঞ্জয় দত্ত, ফরিদগঞ্জ
প্রেসক্লাব’র সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এম,কে মানিক পাঠান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, পৌরসভা ক্যাশিয়ার মো: গিয়াসউদ্দিন, দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামল সরকার, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর হোসেন বাবু, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সহসভাপতি আমান উল্যা আমান, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক মৃধা, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, আইসিটি সম্পাদক গাজি মমিন, প্রকাশনা বিষয়ক সম্পাদক ঈমাম হোসেন সৌরভ, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকা উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস মজুমদার, জাকির হোসেন, রুহুল আমিন খান স্বপন, মামুন হোসাইন, ফকরুল পাঠান, এফ এ মানিক ,শামিম হাসান প্রমুখ।