জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি (চাঁদপুর-৪ ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদের আয়োজনে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় ফরিদগঞ্জ সদরে সিআইপি জালাল আহমেদের নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লোকমান তালুকদারের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সিআইপি জালাল আহমেদ। এসময় শহীদ তাজউদ্দিন আহমদসহ জাতীয় চার নেতার কর্মময় জীবন ও স্বাধীনতা সংগ্রামে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের ওপর আলোকপাত করে জালাল আহমেদ বলেন, এটি একটি কলঙ্কজনক দিন। বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে বিগত দিনেও কুচক্রী মহলের তোড়জোড় ছিল, বর্তমান সময়েও তা অব্যাহত রয়েছে। আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি।
অনুষ্ঠানে জাতীয় চার নেতার জীবনী নিয়ে আলোচনা করেন যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি শিমুল পাটোয়ারী, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, ১৫নং ইউনিয়ন যুবলীগ নেতা নুরুন্নবী পাটোয়ারী, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি তানভীর মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ভুট্টু মিয়াজী, রুবেল মিয়াজী, ইসমাইল হোসেন পাটওয়ারী, আব্দুর রহিম নিলাফ, মিরন হোসেন মহন, রাজু আহমেদ, সাইফুল ইসলাম, জহির খন্দকার, হাবিবুর রহমান নয়ন প্রমুখ।