চাঁদপুরের ফরিদগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে মোঃ আলম খলিফা (৩৫)নামে এক শ্রমিকের গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় পাটোয়ারী বাজার পূর্ব মাথায় ব্রিজ সংলগ্ন একটি স’মেইলের পিছনে এ ঘটনা ঘটে।
মোঃ আলম খলিফা উপজেলার ২ নং বালিথুবা পূর্ব
ইউনিয়নের শহীদ সৈয়দ নগর (সানকি সাইর ) গ্রামের নদী বাড়ির মরহুম আব্দুস সালাম এর ছেলে। তিনি পেশায় গাছ কাটার শ্রমিক।
আহত আলমের নিজ বাড়ির শ্রমিক আ: জলিল বলেন, আলম সকালে আমাদের বাড়ির বাছেদ খলিফার গাছের ডাল কাটতে আসে । গাছের ডাল কাটতে উঠে হঠাৎ করে নিচে পড়ে গুরুতর আহত হন।তার বাম হাতের কনুইয়ের হাড় ভেঙ্গে গেছে পরে তাকে চাঁদপুর সরকারি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।