হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর রাজনৈতিক
কার্যালয় পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতা ও সবুজ সংঘের সভাপতি খায়রুল কবির আবাদ।
শনিবার (৪ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর রাজনৈতিক কার্যালয়টি পরিদর্শন করেন আওয়ামীলীগ নেতা ও সবুজ সংঘের সভাপতি খায়রুল কবির আবাদ।
পরিদর্শন শেষে তিনি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে আওয়ামীলীগ নেতা ও সবুজ সংঘের সভাপতি খায়রুল কবির আবাদ বলেন,
সাবেক এমপি মরহুম আবদুর রব সাহেবের পরে গত ২০ অক্টোবর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক অফিস উদ্ভোধন হয়েছে, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো, আশা করি এ অফিসে সকল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মিলনমেলার স্থান পরিণত হবে ,আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীকে
আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই অফিসটি করে দেওয়ায়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন,
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রায় ৪২ বছর এই দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি নানাবিধ সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে সংগঠিত করেছেন, ক্ষমতায় এনেছেন। কেবল দলই নয়, সারাদেশ ও দেশের মানুষকে তিনি জানেন এবং বুঝেন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের রয়েছে তাঁর ওপর অগাধ আস্থা ও বিশ্বাস। সভাপতি শেখ হাসিনা দলের হাল ধরে আছেন। তিনি দলে থাকবেন সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যাশা-এটাই।
এসময় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবু দিলিপ কুমার সাহা,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জামাল মজুমদার,বাবু জীবন কৃষ্ণ সাহা,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান,জাকির হোসেন প্রধানিয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন,জহিরুল ইসলাম মামুন,পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
আহসান উল্ল্যাহ মৃধা,শামছুজ্জামান মুন্সী,সাবেক ছাত্রনেতা নাজমুল আহসান নয়ন, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়দুর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন জীবনসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।