চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
বীরবিক্রমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের
জোড়খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প-বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী
রনি।
তিনি বলেন, আমি আজ আপনাদের কাছে বিশেষভাবে এসেছি আমার বড় ভাই (সাজেদুল
হোসেন চৌধুরী দিপু) জন্য দোয়া চাইতে, সে যেন জান্নাতবাসী হয়।
রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, জনগণের আশা-আকাঙ্ধসঢ়;ক্ষার প্রতিফলন ঘটাতে দক্ষ নেতা
প্রয়োজন। সেজন্য একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এছাড়া নেতা নির্বাচনে ভোটাধিকার
প্রয়োগ একজন ভোটারের মৌলিক অধিকার। অথচ একটি গোষ্ঠী, যারা পেছনের দরজা দিয়ে
ক্ষমতায় আসতে চায়। তাঁরাই নির্বাচন বর্জন করছে। জনগণের অধিকার ক্ষুন্ন করছে। তবে এ
দেশের জনগণ এদের ভাওতাবাজি বুঝে গেছেন। তাই তাঁদের প্রত্যাখ্যান করে ভোটের উৎসবে
মেতে উঠেছেন ভোটারেরা।
রনি চৌধুরী আরো বলেন, যারা আন্দোলনের নামে আগুনে মানুষ হত্যা পোড়ায়। বাস ও ট্রেনে
আগুন দেয়। মানুষের জান-মাল নিয়ে খেলা করে। আর যা-ই হোক, তাঁদের দ্বারা মানুষের কল্যাণ হতে
পারে না। নৌকা গণমানুষের প্রতীক। মুক্তিযুদ্ধের চেতণার প্রতীক।
আওয়ামী লীগ গণমানুষের দল। মানুষের ভাগ্যন্নোয়নের জন্য সব সময় কাজ করে। গণমানুষের ভাত-
ভোটের অধিকার নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে চলছে। সুতরাং আগামী ৭ জানুয়ারি
নির্বাচনে তাঁরা নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন।
ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে ও শ্রমিক নেতা
আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ লায়ন আরিফ উল্যাহ সরকার,
সাবেক মেয়র আলহাজ¦ রফিকুল আলম জজ, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন
বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান,
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, কাউন্সিলর মো. সবুজ বেপারী,
শাহজাহান মোল্লা, হারিজ খান, আমান উল্যাহ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি
তোফায়েল হোসেন সরকার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মো. ছানা উল্লাহ, যুবলীগ নেতা লিটন সরকার, আলাউদ্দিন বেপারী, হারুন ও
ফারুক’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।