দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদের নির্বাচনী গণসংযোগ এবং প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট বাজারে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করেন সিআইপি জালাল আহমেদ। গণসংযোগে তিনি ভোটারদের কাছে আগামী ৭ জানুয়ারিতে ট্রাক মার্কায় ভোট চান। এসময় বাজারের ব্যবসায়ী ও মানুষজন তাকে সাদরে গ্রহণ করে নেন।
গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ বলেন, আমি আপনাদের উপজেলার একজন মানুষ হিসেবে নয়, আপনাদের ভাই হিসেবে ট্রাক প্রতীকের জন্য ভোট চাই। অতীতে আমার সাধ্যমতো আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতে যেন আরও ভালোভাবে পাশে থাকতে পারি আপনারা ভোটের মাধ্যমে সেই ব্যবস্থাই করে দেবেন। এই অঞ্চলকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উপজেলা করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। মানুষ গৃহহীন থাকবে না, বেকার থাকবে না।
এসময় তার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।