মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেহপুর ইউনিয়নের পশ্চিম গাজীপুর জামে
মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ২৮ জানুয়ারি রবিবার ৭ম সুন্নী মহা সম্মেলন
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব আল্লামা শায়খ আশফাক আহমাদ আল আহমাদী উয়েসী, রিফায়ী পীর
সাহেব হাসিমপুর দরবার শরীফ, সুন্নী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব
মোঃ রুহুল আমীন বাগ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমিনুল ইসলাম ঢালী, উক্ত
মহা সম্মেলনের হাফেজ মোঃ বোরহান উদ্দিনের পরিচালনায়, প্রধান বক্তা হযরত
আল্লামা মুফতি গোলাম রাব্বানী কাসেমী সহ দেশবরেণ্য আরও উলামায়ে
কেরামগন কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন।