হাজীগঞ্জের আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ র. মসজিদ ও মাজার শরীফের পূর্ণ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (৬ মে) সকাল ১০ টায় সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কমপ্লেক্সের মোতাওয়াল্লী কাজী মোস্তাফিজ রহমান নয়ন এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন,মসজিদের পেশ ইমাম, মুফতি ফজলুল কাদের বাগদাদী।
এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র ২ মো. আজাদ মজুমদার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোঃ মোস্তফা কামাল, সাবেক কাউন্সিলর নুর আলম মিয়াজীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ র. মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের মোতাওয়াল্লী কাজী মোস্তাফিজ রহমান নয়ন জানান,চাঁদপুর জেলার মধ্যে ঐতিহ্যবাহী আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ র. জামে মসজিদ ও মাজার শরীফ এ কমপ্লেক্সের পূর্ণ সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে, তাই যাহারা মসজিদ ও মাজার শরীফের সংস্কার কাজে সহযোগীতা করবেন এবং নিয়ত করেছেন সংস্কার কাজে রড, সিমেন্ট, বালি, টাকা-পয়সা দিবেন, তাঁহারা সরাসরি মসজিদ অফিসে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানান তিনি।