হাজীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৯০ পিস ইয়াবা সহ এক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
৫ মে (রবিবার) দিবাগত রাতে হাজিগঞ্জ পৌরসভাধীন টোরাগড় কাজি বাড়ির সামনে হাজিগঞ্জ থানার এসআই নুর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জুয়েলকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটি।
গ্রেফতারকৃত মাদক কারবারি হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, টোরাঘর এলাকা থেকে ১৯০ পিছ ইয়াবাসহ জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। তার নামে মাদক মামলারুজু করে আদালতের সোপর্দ করা হয়েছে।