হাজীগঞ্জে রোটার্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জ এর ঈদ পূর্ণমিলনী, বছর শুরুর সভা ও কলার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জুন) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার রুবি।
এসময় ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাবেয়া আক্তার রুবি রোটার্যাক্ট ক্লাব অব ডাকাতিয়ার উত্তরোত্তর সফলতা কামনা করেন। পাশাপাশি তিনি রোটার্যাক্ট ক্লাবসহ তরুণদের সামাজিক কার্যক্রম পরিচালনা করার আহবান জানান এবং তাদের সামাজিক কর্মকাণ্ডের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মো. মিলন হোসেন মিয়াজি, এ্যাড. কামাল হোসেন, রোটা. যুগল কৃষ্ণ হালদার, রোটা. মাসুদ হাসান, রোটা. রাশেদা আক্তার, রোটা. হাবিবুর রহমান, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান পিপি জাফর আহমাদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অতিথিবৃন্দ ক্লাবের সকল সদস্যদের উদ্দেশ্য দিকনির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।
পরে সকলের উপস্থিতিতে এইদিন কলার হস্তান্তর এর মাধ্যমে রোটাবর্ষ ২০২৪-২৫ এর নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, নাজমুল আসিফ নিশু ও সেক্রেটারি মিরাজ আহমেদ। শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।