মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. আরিফ গাজী (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার সকালে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনী সংলগ্ন এলাকা থেকে তাকে হাতে-নাতে আটক করা হয়।
আটক মাদক কারবারি আরিফ গাজী চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের গাজী বাড়ির মৃত হাসান গাজীর ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে খাজুরিয়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনী সংলগ্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. আরিফ গাজীকে যাত্রী ছাউনির সামনে থেকে হাতে-নাতে আটক করে।