মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
কচুয়া থেকে ১০০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন জুয়েল (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার সকালে উপজেলার কড়াইয়া ইউনিয়নের পূর্ব কাঁলচো থেকে ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
আটক মাদক কারবারি শাহাদাত হোসেন জুয়েল ওই ইউনিয়নের পুর্ব কালচোঁ গ্রামের শাহজাহান মিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহজাহানের বাড়ি সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি শাহাদাত হোসেন জুয়েলকে হাতে-নাতে আটক করে।