শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ
সম্প্রতি দেশব্যাপী কর্মবিরতিতে থাকা শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা ফের কাজে ফিরেছেন। এতে থানায় ফিরেছে কর্মতৎপরতা। গতকাল শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শাহরাস্তি মডেল থানার সকল পুলিশ সদস্য নিয়মিত কাজে যোগদান করেছেন।
এতে শাহরাস্তি থানার অধিবাসীরা পূর্বের ন্যায় আইনি সহায়তা পাবেন।
এ সময় তিনি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শাহরাস্তি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলেও জানান।
ওই সময় চাঁদপুর (কচুয়া সার্কেলের) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিজওয়ান সাঈদ জিকু উপস্থিত ছিলেন।