শাহরাস্তিতে উপজেলা বিএনপির উদ্যোগ বন্যা দুর্গত ক্ষতিগ্রস্তদের আশ্রয় কেন্দ্রে খাবার ও ত্রাণ বিতরণ করেছেন।
২৯ আগস্ট বৃহস্পতিবার উপজেলা বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মুমিনের হকের নেতৃত্বে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ ও বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপি সিঃ সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বেলায়েত হোসেন সেলিম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহীদ উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ কিরণ মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক, জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরের খাবার বিতরণ শেষে বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কিরণ মুন্সী প্রত্যেক ওয়ার্ডে গিয়ে বন্য দুর্গত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।