চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মফিজুল ইসলাম দীর্ঘদিন যাবত অসুস্থ। তাই অসুস্থ নেতাকে দেখতে তার বাড়িতে আসেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড.মোহাম্মদ জালাল উদ্দীন। রবিবার ৬ ঠা অক্টোবর বিকলে মফিজুল ইসলামের নিজ বাড়ি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদে যান। এসময় মফিজুল ইসলামের সুস্থতা কামনা করেন এবং দোয়া করেন। এসময় তিনি বলেন, মফিজ ভাই আমাদের দীর্ঘদিনের সাথী। ইসলামাবাদ ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করে রেখেছেন। তিনি বিএনপির নিবেদিত নেতা। তিনি আরও বলেন, মফিজ ভাই অসুস্থতায় ভোগছেন যেনে আমি থাকতে পারলাম না। তাকে এক নজর দেখার জন্য ছুটে এলাম। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সোহেল পাটোয়ারী, যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ন আহবায়ক রাশেদ জামান টিপু, ছাত্র দলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।