চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে, অসাধু সিন্ডিকেট ভাঙতে, বাজার মনিটরিং বৃদ্ধি করা হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও থানার অফিসার ইনচার্জ উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে মনিটরিং করছেন খুব শীঘ্রই স্বাভাবিক নিয়ন্ত্রণে আসবে।
তিনি মঙ্গলবার কচুয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে দুইজন সুবর্ণ নাগরিককে হুইল চেয়ার,৩৯ জন অসহায় পরিবারের মাঝে ৬৬ হাজার টাকা ও পল্লী মাতৃ কেন্দ্রের ৩ জনের মাঝে সুদমুক্ত ঋনের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমশিনার ভ’মি বাপ্পী দত্ত রনি,উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিমসহ কচুয়া উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাগন।
সংযুক্ত: নিউজ ও ফুটেজ