Header Border

ঢাকা, রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ  খেলাধুলার পাশা-পাশি পড়া-লেখাকে প্রাধান্য দিতে হবে– ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহসান উল্লাহ নারায়ণগঞ্জে জাসাস এর কর্মী সভা  মরহুম নুরুল হুদার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও দোয়া  সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সম্মেলনে গোলাম রাব্বানি জমিসংক্রান্ত বিরোধকে দলীয় রূপ দেওয়ার অভিযোগ

হাজীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধীর পরিবারকে ফাঁসানোর অভিযোগ!

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে হামলা ও মারধরকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য শারিরিক এক প্রতিবন্ধীকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন (৬৪) নামের এক ব্যক্তি। ন্যায়-বিচার প্রার্থনায় তিনি বুধবার (১৬ অক্টোবর) সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন।

জানা গেছে, গত ৪ অক্টোবর সম্পত্তিগত বিরোধের জেরে হাজীগঞ্জ পৌরসভাধীন ১০ নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মনিনাগ হাওলাদার বাড়ির দেলোয়ার হোসেন তার ছেলেসহ ৭/৮ জনকে সাথে নিয়ে প্রতিবন্ধী আমির হোসেন ও তার ছেলেসহ পরিবারের সদস্যদের উপর হামলা করেন। এতে দেশিয় অস্ত্রের আঘাতে তারা বেশ কয়েকজন আহত হন।

এই ঘটনায় চিকিৎসা নিয়ে ভুক্তভোগি শারিরিক প্রতিবন্ধী আমির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য তিনি ও তাঁর ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের মাদক সেবন ও বিক্রেতা বলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দেলোয়ার হোসেন। যা তদন্তধানী।

এ বিষয়ে প্রতিবন্ধী আমির হোসেন বলেন, আমরা নিরিহ মানুষ। আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন। সবশেষ গত ৪ অক্টোবর তারা আমাকে ও আমাদের ছেলেদেরসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

তিনি বলেন, মার খেলাম আমরা আর মিথ্যা অভিযোগ দেয় তারা। এর মধ্যে আজ (গতকাল বুধবার) সন্ধ্যায় দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা আবারো আমাদেরকে হুমকি-ধমকি দিয়েছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই, আপনাদের (সংবাদকর্মী) মাধ্যকে থানা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ দিকে থানায় অভিযোগের বিষয়টি উল্লেখ করে গত ১২ অক্টোবর সংবাদকর্মীদের কাছে আমির হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন দেলোয়ার হোসেন। তিনিও তাদের (আমির হোসেন) অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন এবং সংবাদকর্মীদের বলেন, এরা সবসময় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটায়।

আরো পড়ুন  হাজীগঞ্জে  দুইদিনের অভিযানে ২৪ মামলায় ২৪'হাজার টাকা জরিমানা

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ বিষয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক
অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর
দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ 

আরও খবর

error: Content is protected !!