ওয়ালটন গ্রাহকদের ফার্মেসী সেবায় হাজীগঞ্জ বাজারস্থ জনতা ফামের্সীতে বিশেষ ছাড় প্রদান করা হবে। ওয়ালটনের কিস্তি ক্রেতা সুবিধার আওতায় বিশেষ এই সুবিধা প্রদানের লক্ষে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পারস্পরিক সমঝোতা (এমওইউ) চুক্তিতে স্বাক্ষর করেন, ওয়ালটন প্লাজা হাজীগঞ্জ ও জনতা ফার্মেসীর কর্তৃপক্ষ।
এদিন বিকালে হাজীগঞ্জ পূর্ব বাজাস্থ স্বর্ণকার পট্টির উত্তর-পশ্চিমে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে জনতা ফার্মেসীতে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে এমওইউ চুক্তিতে স্বাক্ষর করেন, ওয়ালটন প্লাজা হাজীগঞ্জ পূর্ব বাজার শাখার ম্যানেজার মো. খোরশেদ আলম ও জনতা ফার্মেসীর সত্ত্বাধীকারী মো. কাউছার হোসেন।।
জানা গেছে, কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটির কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যুতে আর্থিক সহায়তাসহ নানা সুবিধা দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ বাজারস্থ জনতা ফার্মেসীতে ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীদের জন্য বিশেষ মূল্য ছাড়ের সুবিধার ব্যবস্থা নিয়েছে ওয়ালটন প্লাজা হাজীগঞ্জ। ফার্মেসী থেকে ওয়ালটন গ্রাহকরা পাইকারি ও খুচরা ঔষধ ক্রয় করলে তাদেরকে বিশেষ মূল্য ছাড় দিবে জনতা ফার্মেসী।
এ ব্যাপারে ওয়ালটন প্লাজা হাজীগঞ্জ পূর্ব বাজার শাখার ম্যানেজার মো. খোরশেদ আলম বলেন, ক্রেতাদের হাতে সর্বোচ্চ মানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সেবা দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ এর মাধ্যমে দেশের নির্দিষ্ট বেশ কিছু ফার্মেসী, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গ্রাহকদের চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা দিচ্ছে।