পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আসা ক্রেতা ও পথচারীদের স্বস্তি দিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। মঙ্গলবার (১২ মার্চ) ও বুধবার (১৩ মার্চ) সকাল-দুপুর পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ফুটপাত দখলমুক্তকরণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
দুইদিনের পৃথক অভিযানে পৃথক-পৃথক ২৪ টি মামলায় মোট ২৪’হাজার টাকা জরিমানা আরোপ আদায় ও সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
রমজানের প্রথমদিন অভিযানে মোবাইলকোর্টে ১৬টি মামলায় নগদ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
রমজানের দ্বিতীয় দিনে অভিযানে মোবাইলকোর্টে ৮টি মামলায় নগদ ৫’হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জানা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজীগঞ্জ বাজারে যানজট লেগেই থাকে। আর পবিত্র মাহে রমজান মাস, ঈদুল ফিতর ও ঈদুল আযহা এলেই এ যানজট তীব্র আকার ধারন করে। বিশেষ করে রমজান মাসের এক সপ্তাহ আগ থেকে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট থেকে বাজারে আসা ক্রেতা ও পথচারীদের স্বস্তি দিয়ে বাজারের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
হাজীগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগীতায় মঙ্গলবার ও বুধবার দুইদিন পৃথক-পৃথক অভিযানে ফুটপাত দখলে রাখায় বাজারের ২৪জন ব্যবসায়ীকে ২৪টি মামলায় পৃথকভাবে নগদ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এসময় ফুটপাত দখলে রাখা ব্যবসায়ীদের সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ,পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, ও ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বুরহান উদ্দিন সেলিম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।