চাঁদপুরের মতলব উত্তরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
( শনিবার ২রা নভেম্বর) বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরুল হুদা বাবু পাঠানের সভাপতিত্ত্বে ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকাশ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মন্জুর আমীন স্বপন, ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন সরকার।
এ সময় আরো বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমাছ প্রধান, উপজলা ছাত্রদলের আহব্বায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জাহিদ, সদস্য হাসান প্রধান।
সভা শেষে পাঠান বাজারে একটি প্রচার মিছিল বের করে নেতাকর্মীরা । মিছিলটি ইউনিয়ন পরিষদ কার্য়ালয় থেকে শুরু করে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়।
এসময় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন3