চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মিজি বাড়ির বাসিন্দা চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গুনরাজদী শাখার ইনচার্জ জনাব নাছির উদ্দিনের বাবা মোঃ আব্দুল কাদের মিজির (১০২) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি দুপুর ৩ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। মৃত্যুকালে ৪ ছেলে, ১ মেয়ে সাজানো গুনগ্রাহী রেখে যান।
তার ছেলে জানান তার বাবা বয়স জনিত কারণে দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিল আজ দুপুর ৩ ঘটিকায় মৃত্যুবরণ করেন। পরে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বাদ ইশা ডালিবাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
জানাজার নামাজের ইমামতি করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসেন মিয়াজি। জানাজার পূর্বে আগত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিঞা, আল-আমীন একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ রুহুল আমিন, শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাকলানা মিজানুর রহমান, চাঁদপুর পৌর আমীর এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জুবায়ের হোসাই, ডা. মোহাম্মদ আবদুল্লাহ্ শাকুর, হাফেজ মাওলানা জাকির হোসনে তপাদার, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।