হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) জোহরের নামাজ আদায় ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোয়া-মাহফিল পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের প্রতিনিধি হিসেবে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে এবং মডেল মসজিদের পেশ ইমাম মাও. মো. মিজানুর রহমান উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, ইসলামিক ফাইন্ডেশনের উপজেলা সুপারভাইজার মো. হাসান মজুমদার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্যাহ্ ভুঁইয়া, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাও. এমএ মতিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোজাম্মেল হক মজুমদার পরান, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দকী, হেফাজতে ইসলামীর উপজেলা প্রতিনিধি মাও. জোবায়ের আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যানদের পক্ষে ইউসুফ প্রধানীয়া সুমন, ভূমিদাতা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, মডেল মসজিদের মুয়াজ্জিন মো. মহিউদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, মিজানুর রহমান মিলন, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, মজিবুর রহমান মজিব, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু ও একেএম মজিবুর রহমান, মসজিদ নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান আজিজ বাদ্রার্সের প্রতিনিধি মুরাদ হোসেন স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্থানীয় ও এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।