বাংলাদেশ বাউল সমিতি ও সূফী দরবারে প্রতিষ্ঠাতা, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার শাহজান শাহ সাদুল্লাপুরীর জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩-২৬ নভেম্বর ৩ দিন ব্যাপী মিলাদ দেয়া আলোচনা ও বাউল গান পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে সমাপনীর দিন সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যেগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন – সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক। আয়োজের বক্তব্য দেন – সিকোটেক্সের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, কৃষি উদ্যেক্তা, খলিফায়ে আযম ও সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন আল-মাইজ ভান্ডারী, সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামছুল আলম জুলফিকার। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের জেলা আহব্বায়ক সাংবাদিক ও নাট্যকার লোকমান হাবিব এবং পরিচালনা করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম খোকন।
এসময় বক্তারা বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন। এই সংগঠনের উদ্যেশ্য ও লক্ষ্য মহৎ। তাই এই সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করি।
তারা আরো বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশন ধীরে ধীরে তাদের সফলতার মুখ দেখছে। এর মাধ্যমে সমাজে দিনে দিনে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ নানা প্রকার অপরাধ থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশাকরি আগামী দিনগুলোতে আরো এগিয়ে যাবে এবং সুন্দর একটি সমাজ ব্যাবস্থা গড়ে তোলবে।
পরে বাউলগান পরিবেশন করেন ছোট আবুল সরকার ও বাউল মাতা আলেয়া বেগমাসহ অসংখ্য বাউল শিল্পীগন।