“অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন নতুন বাংলাদেশ বি-নির্মাণে অংশ নিন”-এই আদর্শিক স্লোগানকে সামনে রেখে শুমারীকাল ১০ ডিসেম্বর -২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক শুমারী-২০২৪-এর মূল শুমারী সুপারভাইজার ও গণনাকারীগণের চারদিনের(৪)প্রশিক্ষণ কার্যক্রম উপলক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা পরিসংখ্যান বিভাগ আয়োজিত হাজীগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন সুপারভাইজার এবং গণনাকারীদের প্রশিক্ষণ কার্যক্রম পৃথকভাবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন ও সম্মেলন কক্ষে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সভায় দায়িত্বপ্রাপ্তদের করণীয় বিষয়ে ম্যানুয়ালি দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,দায়িত্ব প্রাপ্ত জোনাল অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসের সহকারী অফিসার মোঃ আব্দুর রাজ্জাক,দায়িত্ব প্রাপ্ত জোনাল অফিসার রকি সাহা,দায়িত্ব প্রাপ্ত জোনাল অফিসার (আইটি) জিন্নাত কবির সহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিকবৃন্দ,উপজেলা পরিসংখ্যান বিভাগের দায়িত্ব প্রাপ্ত জোনাল অফিসারবৃন্দ,সুপারভাইজারবৃন্দ এবং গণনাকারীগণ।