চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৩ ডিসেম্বর সোমবার সকালে ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, সাংবাদিক সম্মেলন করেন উপজেলা ও পৌর বিএনপি।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফজলুল হক সরকার হান্নান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান,
উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পদাক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগর, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ সরকারসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার।
লিখিত বক্তব্যে উজ্জল ফরাজী বলেন, ১৮ডিসেম্বর একটি মহল ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে লক্ষন চন্দ্র সেনের নামে এক ব্যাক্তির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে যা সম্পূর্ন্ন মিথ্য, বিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।