ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবদলের ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর যৌথ স্বাক্ষরিত প্যাডে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মোঃ শরিফুল ইসলামকে সভাপতি ও মোঃ ইমাম হোসেন গাজীকে সাধারণ সম্পাদক ও আঃ আজিজ খানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন: সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, হাবিবুর রহমান সুজন, মোঃ কাউছার আহমেদ, ফারুক বেপারী, মুকিদ হোসেন, তুহিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোহন, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ রহমান গাজী, দপ্তর সম্পাদক বশির খান ও প্রচার সম্পাদক এমরান মিজি। এ সময় নতুন নেতৃবৃন্দ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সংগঠন আরো এগিয়ে নিয়ে যাবে এক্ষেত্রে সকলে দোয়া ও সহযোগিতা কামনা করছেন ।