ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে চাঁদপুরের কচুয়া উপজেলার
নতুন ভোটার হতে ১৭ হাজার ৫শত জন আবেদন করেছেন। গত (৩
ফেব্রæয়ারী) আবেদনের শেষ দিন পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি
গিয়ে আবেদন গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়াও ৫ হাজার ১শত
জন মৃত হওয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এর আগে গত ২০
জানুয়ারি হতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম
শুরু হয়। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত
হালনাগাদে ভোটারযোগ্য ভোটার যারা বাদ পড়েছেন এবং অন্য যেকোন
কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদের মধ্যে ১৭
হাজার ৫শত জন নতুন ভোটার আবেদন করেন। অতিরিক্ত আরো প্রায় ৮
হাজার নতুন আবেদন জমা পড়তে পারে জানিয়েছেন নির্বাচন
কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হাছান জানান, নতুন
ভোটার হতে আবেদনকৃত ১৭ হাজার ৫শত জনের মধ্যে প্রয়োজনীয়
কাগজপত্রসহ সকল ব্যক্তি আবেদন সম্পন্ন করেছেন। এছাড়াও ৫ হাজার ১শত
জন মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
তিনি বলেন, আগামি ২৪ ফেব্রæয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত
নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা ও প্রিঙ্গার প্রিন্টের কার্যক্রম) চলবে। এর
মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারলে সকলের নিবন্ধন গ্রহণ করা হবে।
আমাদের ১৩৫ জন তথ্য সংগ্রহকারী এবং ২৭ জন সুপারভাইজারসহ মোট
১৬২ জন হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়
মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৮শত ৭৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার
রয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৬জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৮শত ৬১ জন এবং
তৃতীয় লিঙ্গ ২ জন।