তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের
আয়োজনে ২৫জন অসচ্ছল রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ
কমিটি কর্তৃক সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মেজবাহ উদ্দিন,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহির হোসেন, ২নং পাথৈর ইউপি চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমান, ৫নং সহদেবপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ৯নং
কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সওদাগর, ১২ নং ইউপি চেয়ারম্যান
রেজাউল মাওলা হেলাল প্রমুখ।
উল্লেখ্য যে, উপজেলা সমাজকল্যাণ কমিটির মাধ্যমে অসচ্ছল ৪১ জন রোগীর
আবেদন পাওয়ার পর যাচাই- বাচাই শেষে ২৫ জন অসচ্ছল রোগীর আবেদনপত্রের
সঠিকতা পাওয়া যায়। তাদের মধ্যে ৫২ হাজার ৫শত টাকার চেক বিতরণ করা হয়।