চাঁদপুরের শাহরাস্তিতে দেদারছে চলছে নিষিদ্ধ দানবযন্ত্র ট্রাক্টর। দেখার যেন কেউ নেই।
উপজেলা জুড়ে প্রশাসনের নাকের ডগায় বিভিন্ন ফসলি মাঠে মাটিকাটার
হিড়িকসহ বেদারছে চলছে নিষিদ্ধ দানবযন্ত্র ট্রাক্টর। উপজেলার সূচিপাড়া উত্তর, সূচিপাড়া দক্ষিণ, চিতোষী পূর্ব পশ্চিম ও রায়শ্রী উত্তর দক্ষিণসহ বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছে দানবযন্ত্র ট্রাক্টর। এই নিষিদ্ধ ট্রাক্টর দ্বারা বালি, ইট ও বিভিন্ন মালামাল যানবাহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীগণ। আরো ব্যাপক ক্ষতি হচ্ছে সরকারের কোটি কোটি টাকা ব্যায় নির্মিত পাকা সড়ক ও গ্রামীণ সড়ক গুলো।
এ নিষিদ্ধ দানবযন্ত্র ট্রাক্টর বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা যায়
শোরসাক বাজার, লোটরা বাজার, সূচিপাড়া বাজারসহ বিভিন্ন বাজারের উপর দিয়ে দিনে অসংখ্যবার এই ট্রাক্টর দিয়ে বালি, ইট, রড, ইত্যাদি আদান-প্রদান করা হয়। এ বালি ভর্তি গাড়ি গুলো যখন জোরে চালিয়ে যায় তখন পেছনে বালুগুলো উড়তে থাকে সেই ক্ষেত্রে অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ নিষিদ্ধ দানবযন্ত্র ট্রাক্টর বন্ধের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
চাঁদপুরের সাবেক পুলিশ সুপার শামসুন্নাহার মহোদয় কর্তৃক চাঁদপুরের প্রতিটি উপজেলায় এ নিষিদ্ধ দানবযন্ত্র ট্রাক্টর নিষিদ্ধ করেছেন।
এর ফলে রক্ষা পেয়েছে সরকারের কোটি কোটি টাকা ব্যায় নির্মিত পাকা সড়ক ও গ্রামীণ সড়ক গুলো।
এছাড়াও স্কুল, কলেজ, মাদরাসা পড়ুয়া ছাত্র-ছাত্রী জনসাধারণের থেকে মুক্তি পেয়েছেন। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের নিকট পূর্বের ন্যায় এই দানবযন্ত্র ট্রাক্টর বন্ধের দাবি জানান।