চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ইউপি
সচিব আবু বকর মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান দুলাল মাল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান, ২নং ওয়ার্ড সদস্য সোহাগ খান, সংরক্ষিত মহিলা সদস্য রেশেদা বেগম, ওয়ার্ড সদস্য মহসিন মৃধা, বিল্লাল বেপারী, কাজী তাফাজ্জল হোসেন তাফুসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আশিকাটি ইউপিত ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ৭ হাজার টাকা বাজের ঘোষনা করা হয়। বাজেট বাস্তবায়নের জন্য ইউপি চেয়ারম্যান ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন। অনুষ্ঠানে কোনআন তেওলায়াত করেন আব্দুল কাদির।