অনলাইন ডেস্কঃ
সারাদেশে গত ৪ দিনে ১১৪৯ টি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাতে তিনি বলেন, ২৭ থেকে ৩০ মে বিকাল পর্যন্ত এসব বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক।
চারদিনে ঢাকা সিটি করপোরেশনে ১৩টিসহ ঢাকা বিভাগে ২৮৬টি, চট্টগ্রামে ১৯০টি, রাজশাহীতে ১৩৫টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ১২১টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ৩০৩টি অবৈধ স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ করা হয়েছে।
গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই অভিযান শুরু হয়।