মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল লতিফ (৪৫) নামের এক যাত্রী মারা গেছেন। শুক্রবার বিকালে চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চাঁদপুর সদর উপজেলার কোট স্টেশনের আবদুল সাত্তার হকের ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদপুর গামী ঈদুল আযহার বিশেষ ট্রেনের ছাদে বসে আব্দুল লতিফ চাঁদপুর যাচ্ছিলেন। ট্রেনটি হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল রেল ক্রসিং সংলগ্ন এলাকায় আসলে তিনি ছাদ থেকে রেললাইনে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে (জিআরপি) খবর দেয়। এরপর রেল পুলিশ ঘটনাস্থলে এসে নিহত আব্দুল লতিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্যাহ বাহার সংবাদকর্মীদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।