খন্দকার আরিফ ||
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার শ্রমিক ইউনিয়ন ২৫০৩ এবং ১৯৩৮ এর সিএনজি স্ট্যান্ড কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত ২৭ জুলাই বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের শ্রম অধিদপ্তরের কুমিল্লা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এক স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা প্রদান করেন।
অপরদিকে একই পত্রে কচুয়া উপজেলার রহিমানগর বাজার সিএনজি স্ট্যান্ড ২৫০৩ ও ১৯৩৮ এর এই দুই শ্রমিক সংগঠনের উপ শাখা কমিটির সকল ধরনের কার্যক্রম স্থগিত করেন। পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে উল্লেখিত দুইটি বাজারের সিএনজি স্ট্যান্ডে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ১৮৭৮ এর স্ট্যান্ড কমিটির সকল কার্যক্রম চলমান থাকবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
পত্রে আরো জানা যায়, বাকিলা ও রহিমানগর বাজার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৫০৩ ও ১৯৩৮ এর সংগঠনের জেলার নেতাদের বিরোধ চলে আসছে। এই বিরোধ নিষ্পত্তির জন্য সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি রেজিঃ নং-১৮৭৮ ও দু’টি শ্রমিক সংগঠনের জেলার নেতাদের নিয়ে শ্রম দপ্তরের কুমিল্লা আঞ্চলিক দপ্তরে ত্রিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে ১৯৩৮ শ্রমিক সংগঠনের নেতারা শ্রম দপ্তরের সিদ্ধান্ত মেনে নিলেও জেলার আরেকটি শ্রমিক সংগঠন ২৫০৩ এর নেতারা শ্রম দপ্তরের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যালয় থেকে বের হয়ে চলে আসেন। পরে উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান শ্রমিক সংগঠনগুলোর দুইটি স্ট্যান্ডের উপ-শাখা কমিটির সকল ধরনের কার্যক্রম স্থগিত করেন।
জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন মজুমদার বলেন, শ্রম দপ্তর দুটি শ্রমিক সংগঠনের বিরোধ নিষ্পত্তির জন্য আমাদেরকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। কিন্ত ওই বৈঠকে শ্রমিক সংগঠন ২৫০৩ এর নেতারা শ্রম দপ্তরের সিদ্ধান্ত মেনে না নিয়ে তারা বৈঠকটি বয়কট করেন। পরে শ্রম দপ্তর এমন সিদ্ধান্ত দিতে বাধ্য হন।