মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এদিন দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গনে একটি চারাগাছ রোপন করা হয়।
এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহদাত বরণকারী সদস্যদের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকরা।
সহকারী শিক্ষক রৌশনারা খানমের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।