শাহরাস্তি প্রতিনিধিঃ
প্রতিষ্ঠার ৭২ বছরেও ম্যানেজিং কমিটি কিংবা শিক্ষকরা জানেন না বিদ্যালয়ের জমির ঠিকানা। এ যেন কাজীর গুর কিতাবে আছে গোয়ালে নেই। ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।
জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। প্রতিষ্ঠাকালীন বিদ্যালয়ের নামে ১টি খতিয়ানে ২টি দাগের মধ্যে ৩৬ শতক জমি দান করেন দাতারা। পরে ১৯৯৮ সালে একই ক্যাম্পাসে বিদ্যালয়ের নতুন ভবন নির্মান হয় বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের জায়গায়। এরপর পেরিয়ে গেছে ২৪ বছর। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কিংবা শিক্ষকদের কেউ খোঁজ রাখেন না প্রতিষ্ঠানের মূল সম্পত্তির পরিমাণ কত এবং তার অস্তিত্ব কোথায়? মূলত বিদ্যালয়ের মূল ভবন রয়েছে উচ্চ বিদ্যালয়ের জায়গার উপর। সমপরিমান জায়গা সামনের খেলার মাঠে। মাঠ সুরক্ষা করতে এই জায়গা উচ্চ বিদ্যালয়ের সাথে সমন্বয় করা হয়েছে। বাকি জমি পশ্চিম পাশের পুকুরে। তবে পুকুরের কোন অংশে এই জায়গা তা নির্দিষ্ট করে বলতে পারছেন না ম্যানেজিং কমিটি কিংবা শিক্ষকরা এমনকি ভূমিদাতা পরিবারের সদস্যরাও।
সম্প্রতি ওই বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য ও নৈশ প্রহরী কাম দপ্তরী মোঃ ইমাম হোসেন পুকুরের পশ্চিম পাড়ে পাকা ইমারতের কাজ শুরু করলে উক্ত ভূমি বিদ্যালয়ের বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন। বিষয়টি খবর নিতে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলেই উঠে আসে- বিদ্যালয়টি নিজেই দাঁড়িয়ে আছে ভিন্ন প্রতিষ্ঠানের জায়গায়।
তথ্যানুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ের সামনে খেলার মাঠটির অধিকাংশ বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের জায়গায়। সরকারী নিয়ম মানতে শুধুমাত্র কাগজ-কলমে মূল জমির অস্তিত্ব উপস্থাপন করেন কর্তৃপক্ষ। কখনো বিদ্যালয়ের ভূমি দখলে যাওয়ার প্রয়োজনও মনে করেনি কেউ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ওই বিদ্যালয়ে কর্মরত আছেন ২৪ বছর ধরে। তিনিও জানেন না এর মূল রহস্য কোথায়? এ বিষয়ে তথ্য দিতে বেশ ভীত-সন্ত্রন্ত মনে হয়েছে তাঁকে। তিনি জানান, কেউ তাকে ওই সম্পত্তির দখল বুঝিয়ে দেন নি। তাঁর জানা নেই জমির প্রকৃত অস্তিত্ব কোথায়?
শিক্ষক প্রতিনিধি হারুনুর রশিদ শেখ জানান, আমরা বিষয়টি অবগত হয়েছি। ম্যানেজিং কমিটির সাথে সমন্বয় করে এ ব্যপারে শিক্ষা কার্যালয়ে জানানো হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরুদ্দিন মিরন জানান, তিনি স¤প্রতি সভাপতি হয়েছেন। সকলের সাথে আলোচনাকরে ভূমি উদ্ধারের সিদ্ধান্ত নেবেন।
বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী মোঃ ইমাম হোসেন ভূমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিজের সম্পত্তির উপর ভবন তৈরী করছেন। বিদ্যালয়ের ভূমি চিহ্নিত করলেই এ ব্যপারে নিশ্চিত হওয়া যাবে।
একই ক্যাম্পাসের বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হুদা পাটোয়ারি জানান, তৎকালীন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ভূমি সংক্রান্ত বিষয়ে রেজুলেশনের মাধ্যমে ভবন নির্মানের অনুমতি দিয়েছে। তবে এ বিষয়ে কোন দালিলিক কার্যক্রম সম্পন্ন হয় নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভুঁইয়া জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভূমি উদ্ধারে আবেদন করার নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ জানান, বিদ্যালয়ের ভূমি সংক্রান্ত বিষয়টি আমাকে জানানো হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সাথে নিয়ে বিষয়টি পর্যালোচনা করে বিদ্যালয়ের ভূমি যাতে কেউ দখল না করে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বিএস খতিয়ানে বাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামীয় ৩২ নং বাদিয়া মৌজায় ৪নং খতিয়ানের ১৪২ দাগে ২৮ শতক স্কুল ও ১৫৩ দাগে ৭ শতক পুকুরের জমির রেকর্ড হয়েছে। প্রতিষ্ঠাকালীন দাতা গোষ্ঠির ৫ জন সদস্য রমজান আলী, আঃ কাদের, মোঃ ইসমাইল, আবুল হাসেম ও মমতাজ উদ্দিন দান করে গেছেন।