খন্দকার আরিফ :
হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগষ্ট) বিকেলে ইঞ্জি. মমিনুল হকের বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বেলাল হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মিঠু চৌধুরীর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল।
তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, বতর্মান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এবং দেশ রক্ষা করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। সরকার প্রশাসনের ওপর নির্ভর করে দেশ পরিচালনা করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিংয়ে চরম ভোগান্তি এবং সকল দ্রব্যমূল্য বৃদ্ধি যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে ফেলেছে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে সরকার। মিথ্যা মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে দেশে আসতে বাধাগ্রস্ত করছে এ সরকার। সেই দিন আর বেশিদিন নেই, অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের ডাক দেবেন। তাই স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মো, মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব মো. মিজানুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সোলেমান ঢালী, সামছুল আলম সুর্য, ইখতিয়ার উদ্দিন শিশু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল সর্দার।
ওই সময় উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, সহ-সভাপতি মো. নুরুন্নবী সম্রাট, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, দপ্তর সম্পাদক মো. কাউছার আহমেদ রিপন, প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মজিবুর রহমান, পৌর শ্রমিক দলের কর্মী মো. রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।