আশ্রায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে নতুন বাড়ি পাচ্ছেন ভূমিহীন আরও ৬৫ হাজার পরিবার। দ্রুতই তাদের বাড়ি হস্তান্তর করতে দেশ জুড়ে নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। প্রকল্প পরিচালক বলছেন, তৃতীয় পর্যায়ের বাড়ি নির্মানে নকশায় পরিবর্তণ আনা হয়েছে। এর ফলে বাড়িগুলো হবে আগের চেয়ে বেশি টেকসই।বেড়েছে নির্মান ব্যায়ও।
গৃহহীন মানুষের নিজের ঠিকানা দিতে মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দুই ধাপে ১ লাখ ১৭ হাজার পরিবারকে দুই শতাংশ জমির ওপর বাড়ি নির্মাণ করে দেয় সরকার। এখন চলছে তৃতীয় ধাপের বাড়ি নির্মান কাজ।
সাভারের গোহাইল বাড়িতে নির্মাণকাজ দেখতে এসে প্রকল্প পরিচালক জানান, আগের দুই পর্যায় থেকে অভিজ্ঞতা নিয়ে এবার বাড়ি নির্মানের ক্ষেত্রে কিছু পরিবর্তণ আনা হয়েছে। তিনি জানান, নতুন নকশায় বাড়ি নির্মাণে খরচ বেড়েছে প্রায় ৭০ হাজার টাকা।
সারা দেশে সরকারের খাস জমি, দখলে থাকা খাস জামি উদ্ধার করে এবং সরকারের কেনা জমিতে হচ্ছে গৃহহীনদের পুনর্বাসন।