শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সকল ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি- হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক
মোজাহের হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আবুল কালাম আতাহার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হায়দার, পৌর ছাত্রদলের আব্বায়ক মাজারুল ইসলাম জুয়েলসহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।