মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
কচুয়া থানা পুলিশের অভিযানে ৯ বোতল হুইস্কি, ১০ বোতল ভদকা, ১০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন রানা (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জগতপুর গ্রামের চাঁদের বাপের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও অফিসার ইনচার্জের নেতৃত্বে শনিবার রাতে জগতপুর গ্রামের চাঁদের বাপের বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্স নিয়ে ৯ বোতল হুইস্কি, ১০ বোতল ভদকা, ১০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাদ্দাম হোসেন রানাকে গ্রেফতার করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।