কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে দিনব্যাপী উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী মেলাটি প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
ইউএনও মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বক্তব্য দেন,, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,ওসি তদন্ত হারুন অর রশিদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,আইসিটি কর্মকর্তা মোশাররফ হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া প্রমুখ।