মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক পদে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক। মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে সম্পাদকীয় ২১টি পদের মধ্যে ৯টি পদে ১০ জন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
এর আগে সম্পাদকীয় ১২টি পদে মধ্যে ১৬ জন এবং কার্য নির্বাহী সদস্য পদে ৯ জন বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩৭২ জন ভোটারের মধ্য ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকী দুইজন সদস্য মৃত এবং অন্য ৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। এ দিন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০ টায় থেকে বিকাল ৪টায় পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলে।
এরপর ভোট গণনা শেষে উপস্থিত প্রার্থীদের সামনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল। এ সময় সহকারী রিটানিং অফিসার আব্দুর রাজ্জাক, প্রিজাডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম, পোলিং অফিসার মো. ফারুক হোসেন ও বিজয় কৃষ্ণ মজুমদার উপস্থিত ছিলেন।
নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে দীপক চন্দ্র দাশ, সিনিয়র সহ-সভাপতি মাও. মাইনুদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মো. আবদুল হক, যুগ্ম সম্পাদক আ.ন.ম মাহবুব এলাহী ও মো. মইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুস সাহাদাত, অর্থ সম্পাদক মো. ফজলুর রহমান, সহ-অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন রিপন, প্রচার সম্পাদক মো. শরীফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন নির্বাচিত হন।
এ দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি অমর কৃষ্ণ শীল, আবু কাউয়ুম, আব্দুল মোতালেব ভূইয়া, মো. বিল্লাল হোসেন ও মোহাম্মদ শাহআলম মিজি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল বাকী, দপ্তর সম্পাদক মো. ইউনুছ মিয়া, সহ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন মিজি, খেলাধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন মিয়া, সহ-খেলাধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম।
সহ-প্রচার সম্পাদক পদে সুমন চন্দ্র সাহা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. আ. কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দিপ্তী রানী সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার, সহ-মহিলা সম্পাদিকা রেহেনা আক্তার নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, মোহাম্মদ অহিদুল ইসলাম, মোহাম্মদ ইমান হোসেন, মো. কবির হোসেন, মো. মিজানুর রহমান মজুমদার, মো. মনির হোসেন, মো. রেদওয়ান, মো. রবিউল আউয়াল, সেবানন্দ চক্রবর্তী ও হাবিবুর রহমান।